লোকবল সংকটে বন্ধ হয়ে গেল নাটোরের আজিমনগর রেলস্টেশন। বৃহস্পতিবার আকস্মিকভাবে স্টেশনটি বন্ধ ঘোষণা করে কৃর্তপক্ষ।
এব্যাপারে নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, মাস্টার ও পয়েন্টসম্যান না থাকায় স্টেশনটির অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে স্টেশনের লাইনগুলো সরাসরি আব্দুলপুর ঈশ্বরদী বাইপাস স্টেশনের সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে। এর ফলে এ রুটে চলাচলকারী ট্রেনগুলো সিগন্যাল সমস্যায় পড়ে বিলম্বের শিকার হবে বলে জানান স্টেশন মাস্টার।
তবে নির্ধারিত ট্রেনগুলো ট্রেনে দায়িত্বরত কর্মকর্তাদের তত্ত্বাবধানে স্টেশনে যাত্রী ওঠা নামা করাতে পারবে।
আরও পড়ুন: ফরিদপুর রেলস্টেশন মাস্টারের ওপর হামলা, পণ্য আনলোড বন্ধ
অবশেষে ‘ডি ক্লাস’ মর্যাদায় চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন: দুই হাজার যাত্রীর বিপরীতে ৮০টি আসন!