আরও পড়ুন: প্রথম নারী সহকারী প্রক্টর পেল শাবিপ্রবি
মঙ্গলবার ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘আউটকাম বেইজড এডুকেশন কারিকুলাম কনসেপ্ট মডেল অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন
শাবিপ্রবি উপাচার্য বলেন, ‘শাবিপ্রবি সুশাসন, শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে অন্যতম রোল মডেল। এ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নিয়মিত আপডেট করা হয়। আগামী শিক্ষাবর্ষেও শিক্ষার্থীদের পাঠ্যসূচি বর্তমান বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে প্রস্তুত করার জন্য কাজ করছি। এ কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান বিশ্বমানের সিলেবাস তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
আরও পড়ুন: লকডাউনে যাচ্ছে শাবিপ্রবি
সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরও সামনের দিকে অগ্রসর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় সমাজকর্ম, নৃবিজ্ঞান এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।