আরও পড়ুন: কুড়িগ্রামে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে কৃষকের মৃত্যু
সোমবার সকাল ৯টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রূপসা নদীতে পড়ে যাওয়ার ৫ দিন পর মাঝির লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘সকাল পৌনে ৯টার দিকে আমাদের এ বিষয়ে জানানো হয়। পরে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানতে পারি, যাত্রিবাহী একটি নৌকা পারাপারের সময় একটি ট্রলার মুখোমুখি চলে আসে। এ সময় নদীতে ঢেউ সৃষ্টি হলে নৌকাটি একদিকে কাত হয়ে যায়। ঘন কুয়াশার কারণে ট্রলারটি মাঝি দেখতে না পারায় আতঙ্কে নৌকার মাঝিসহ আরও তিন যাত্রী নৌকা থেকে লাফিয়ে নদীতে পড়ে যান। তাদের মধ্যে মাঝিসহ তিনজন নিরাপদে তীরে উঠতে পারলেও সাতাঁর না জানায় সাদ্দাম হোসেন নামের ওই পোশাক কর্মী নদীতে তলিয়ে যান।’
আরও পড়ুন: করতোয়া নদীতে পড়ে শিশুর মৃত্যু
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘নিখোঁজ সাদ্দামকে উদ্ধারে আমাদের ডুবুরিদল চেষ্টা চালিয়ে যাচ্ছে।’