আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ২৫ কৃষকের ৪০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উপজেলার যোগীপাড়া গ্রামের মাঠে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটে কলাগাছের ভেলায় করে বাংলাদেশি যুবকের লাশ পাঠালো ভারত
ওই গ্রামের কৃষক শাহীন আলম বলেন, ‘শনিবার সকালে মাঠে এসে দেখি আমার দেড় বিঘা জমির কলাগাছগুলো কে বা কারা কেটে দিয়েছে। দুই দিন আগেও আমি আমার জমিতে সার দিয়েছি। কিছুদিন পরেই কলা গাছে কাঁদি আসা শুরু করত। কিন্তু আমার গাছগুলো কেটে দিয়েছে।’
একই গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, ‘আমাদের ২৫ কৃষকের ৪০ বিঘা জমির কলাগাছগুলো কেটে দিয়েছে। দ্বন্দ্বের কারণেই কলা গাছগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আমরা এর বিচার চাই।’
কৃষক কামরুল ইসলাম বলেন, ‘আমাদের এত বড় ক্ষতি যা পূরণ হবার নয়। আমাদের সঙ্গে শত্রুতা থাকতে পারে। তাই বলে আমাদের কলাগাছগুলো কেটে ফেলবে। আমরা এর বিচার চাই।’
ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, ‘সংবাদ পাওয়ার পর আমরা সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছে সামাজিক দ্বন্দ্বের কারণে কলাগাছগুলো কেটে দিয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
আরও পড়ুন: পাবনায় ছাগলের কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী