কুড়িগ্রামের উলিপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২০ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় দুই ভ্যানচালকসহ তিনজনকে হাতে-নাতে আটক করে পুলিশে দিয়েছে জনতা।এ ঘটনায় সোমবার দিবাগত রাতে একটি মামলা দায়ের করা হয়।
আটকরা হলেন,দোকান ম্যানেজার আনোয়ার হোসেন, ভ্যানচালক আব্দুল কুদ্দস ও শহীদ আলী।
আরও পড়ুন: শরীয়তপুরে ব্যবসায়ীর বাড়িতে মিলল ৭২ বস্তা সরকারি চাল
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,সোমবার দুপুর দেড়টার দিকে উলিপুর খাদ্য গুদাম থেকে দুটি ভ্যান গাড়িতে ৫০ কেজি ওজনের সরকারি সিলযুক্ত ২০ বস্তা চাল বের হয়।পরে ভ্যান গাড়ি দুটি শহরের মধ্য বাজারের মেসার্স কাশেম চালকলের মালিক সেকেন্দার আলীর দোকানে নামিয়ে দিতে থাকেন।এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে ভ্যান গাড়িসহ চালকদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ভ্যানচালক আব্দুল কুদ্দস ও শহীদ আলীর কাছে জিজ্ঞাসাবাদ করে।তাদের ভাষ্যমতে,চালগুলো খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার পুবেল সরদারের।এসব চাল খাদ্য ব্যবসায়ী সেকেন্দার আলীর কাছে বিক্রি করেছেন বলে জানান তারা।
এ নিয়ে দিনভর চলে নানান নাটকীয়তা। পরে পুলিশ ২০ বস্তা (এক মেট্রিক টন) চাল, দোকান ম্যানেজার আনোয়ার হোসেনসহ ভ্যান চালকদের থানায় নিয়ে আসেন। পরে সোমবার রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া বাদী হয়ে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার পুবেল সরদার, দোকান মালিক সেকেন্দার আলী ও ম্যানেজার আনোয়ার হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সরকারি চাল চুরির মামলায় নন্দীগ্রামে আ’লীগ নেতা গ্রেপ্তার
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া বলেন, সরকারি চাল উদ্ধারের ঘটনায় থানায় এজাহার দেয়া হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান,এ ঘটনায় দোকান ম্যানেজারকে আটক করা হয়েছে। সাক্ষীদের জবানবন্দির জন্য ভ্যানচালকদের আদালতে পাঠানো হয়েছে।