নিরাপদ সড়ক এবং গতকাল তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছে সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
আরও পড়ুন:কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
ইউএনবির ফটোগ্রাফার জানিয়েছেন, ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানারে স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ফার্মগেট পুলিশ বক্সের সামনে রাস্তায় নেমে আসে।
তারা স্লোগান দিতে থাকে: ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’
একপর্যায়ে বিজয় সরণি থেকে বিক্ষোভ মিছিল বের করে ফার্মগেট এলাকায় এসে থামে।
রবিবার তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ সরকারি প্রেসের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় সরকারি বিজ্ঞান বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আলী হোসেন (১৬) নিহত হয়।
আরও পড়ুন:সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু