সাতক্ষীরার ইছামতী নদী থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার হাড়দ্দহা দক্ষিণপাড়াসংলগ্ন ইছামতী নদী চর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ভুট্টা খেতে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
মারা যাওয়া ওই বিএসএফ সদস্যের নাম মোহাম্মাদ রিয়াজ উদ্দীন। তিনি ইছামতি নদীর বালুচরে ৮৫ ভারতীয় সোবাহাম বিএসএফ ক্যাম্পের সিপাহী ছিলেন।
সাতক্ষীরার নীলডুমুর বিজিবি’র (১৭) আওতাধীন শাখরা বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ইছামতীতে টহল দেওয়ার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে বিএসএফের একটি নৌকা ডুবে যায়। টহলে থাকা অন্য তিন সদস্য সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বিএসএফসদস্য মোহাম্মদ রিয়াজ উদ্দিন নদীতে ডুবে মারা যান।
তিনি জানান, পরে শুক্রবার লাশটি পাওয়া গেলে পরে বিজিবি ও বিএসএফের যৌথ উদ্যোগে লাশ উদ্ধার করে বিএসএফস দস্যদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার