আরও পড়ুন: সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ র্যাবের অভিযান সমাপ্ত
সে যশোরের মনিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ান সদস্য বজলুর রহমানের ছেলে।
শান্ত তালার দক্ষিণনলতা গ্রামে দীর্ঘ বছর ধরে মায়ের সাথে থাকতো। কিন্তু প্রেম করে একই গ্রামে বিয়ে করার পর থেকে শান্ত তার নানা মরহুম হানিফ আলী গাজীর বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক বছর আগে শান্ত এলাকা ছেড়ে চলে যায়। জঙ্গি সন্দেহে আটক শান্ত সাতক্ষীরার তালা বি.দে. সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, তালা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে।
তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, শান্তর বর্তমান ঠিকানা তালার দক্ষিণনলতা গ্রামে। এই গ্রামের সাবেক ইউপি সদস্য ও শিক্ষক জি.এম. মোস্তাফিজুর রহমান তিতু তার মামা এবং একই গ্রামের শরিফুল মোড়ল তার শশুর। শান্ত আটক হওয়ার পর থেকে এলাকায় চাঞ্চল্য শুরু হয়।
শান্তর মামা দক্ষিণনলতা গ্রামের জিএম মোস্তাফিজুর রহমান তিতু জানান, তালা থানায় কর্মরত থাকাবস্থায় আনসার ব্যাটালিয়ান সদস্য যশোরের মনিরামপুর সদরের বজুলুর রহমানের সাথে তার বোন রোকসানা খাতুন বিথির বিয়ে হয়। বজলু দম্পতির একমাত্র সন্তান আমিনুল ইসলাম শান্ত।
তিনি জানান, বহু বিবাহিত বজলু বিয়ের পর সন্তান ও স্ত্রী’র খোঁজ নেয়া বন্ধ করে দেন। ফলে বিথি তার সন্তান আমিনুল ইসলামকে নিয়ে আমাদের (মামার বাড়িতে) এখানে থাকত। শান্ত ছোট বেলা থেকে সহজ-সরল প্রকৃতির ছিল। ছোট বেলা থেকেই শান্ত মেধাবী ছিল। তার পিতা-মাতার দাম্পত্য বিচ্ছেদ মেধাবী শান্তকে হতাশ করত।
মোস্তাফিজুর রহমান তিতু বলেন, স্নাতক পাস করার পর আমিনুল ইসলাম প্রেমের সূত্রে একই গ্রামের শরিফুল মোড়লের মেয়ে হাবিবা খাতুনকে বিয়ে করে। এই বিয়ে নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে সে ও তার মা বিগত প্রায় দুবছর ধরে আলাদা বসবাস শুরু করে।
এ সময় সাংসারিক কারণে আমিনুল ইসলাম শান্ত খুলনায় একটি খাদ্য সরবারহকারী প্রতিষ্ঠানে ডেলিভারি বয়’র চাকরি শুরু করে। এখানে চাকরি করার সময় শান্তর ধর্মীয় নীতি পালনে পরিবর্তন আসে এবং হানাফি মাজহাব পরিবর্তন করে নামাজ পড়ার কারণে মামা বাড়ির সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় সে বিপথগামী হতে পারে বলে তার মামা জানান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, ‘আমিনুল ইসলাম শান্ত র্যাবের অভিযানে আটক হওয়ার পর তার পরিবারের বিষয়ে ব্যাপক খোঁজ নেয়া হচ্ছে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকায় নব্য জেএমবির আমির মাহবুবসহ চার জনকে আটক করে র্যাব-৫। আটক আমিরের তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরের শেরখালি উকিলপাড়ায় অভিযান চালান র্যাব সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে চার সন্দেহভাজন জঙ্গি কিরন ওরফে শামিম, নাইমুল ইসলাম, আতিয়ার হোসেন ও আমিনুল ইসলাম ওরফে শান্ত আত্মসমর্পণ করে।
এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, দুটি বিদেশি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব।