সাতক্ষীরায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন এবং করোনা উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭৪ জন এবং উপসর্গে ৩৫০ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুনঃ রামেকে রেকর্ড ২২ জনের মৃত্যু
সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৯.০৩ শতাংশ।
এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটিড হাসপাতাল ঘোষণা করা হলেও সেখানে অক্সিজেন সংকট দেখা দিয়েছে।
রোগীর স্বজনরা অভিযোগ করে বলেছেন, বুধবার সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক ঘণ্টা অক্সিজেন সরবরাহে বিপর্যয় দেখা দেয়। আর এ কারণেই ৪ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ করোনা: খুলনার তিন হাসপাতালে ১০ মৃত্যু
সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা অক্সিজেন বিপর্যয়ের কথা স্বীকার করে বলেন, চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ পাওয়া যাচ্ছে না। বুধবার সকাল থেকেই আমরা সংশ্লিষ্ট মহলকে বলেছি। কিন্ত অক্সিজেন সরবরাহ পেতে পেতে রাত ৮ টা বেজে যায়। যে কারণে ওই সময়ের মধ্যে করোনা আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।