ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন বাংলাদেশি নাগরিকরে নমুনা পরীক্ষা করে সাতক্ষীরায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বিশেষ ব্যবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরে সাতক্ষীরার তিনটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। আজ ১৯ মে তাদের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা। কোয়ারেন্টাইনে আসার পর তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে পিসিআর ল্যাব থেকে জানানো হয় তাদের ১১ জন করোনা পজেটিভ।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩৪ লাখে
তিনি আরও জানান, করোনা পজেটিভ শনাক্ত হওয়া ১১ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে। আকান্তদের সকলের বাড়ি সাতক্ষীরাতে।
আইইডিসিআর এর রিপোর্ট আসলে তাদের ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণ হয়েছে কি না জানা যাবে। আজ বুধবার সকালে তাদের শহরের বিভিন্ন হোটেল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়।
আরও পড়ুন: ভারতকে দ্রুত টিকা পাঠানোর আহ্বান বাংলাদেশের
সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ৫ মে বুধবার সন্ধ্যায় ভারত থেকে আসা বাংলাদেশি ১৪২ জন নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদেরকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসার জন্য মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয়েছে। তিনি জেলার সকলকে সাবধান ও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।