সোমবার দুপুর ১২টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রাণনাথ দাসের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রণজিৎ ঘোষ, জেলা যুব মহাজোটের সভাপতি সন্দীপ বর্মণ, যুব ঐক্য পরিষদের সদস্য মিলন রায়, মিঠুন ব্যাণার্জী প্রমুখ।
বক্তারা বলেন, কোনো প্রকার কাগজপত্র ছাড়াই শহরের দক্ষিণ কাটিয়ার সানাউল্লাহ গাজীর ছেলে মুজিবর পেশকার বাঁকাল জেলেপাড়ার পুলিন মাখালের কাছ থেকে ১৫ শতক জমি পাঁচ লাখ টাকায় মৌখিকভাবে ক্রয় করেছেন বলে দাবি করেন। এই জমি দখল নেয়ার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা মান্নানের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী নিরঞ্জন মাখাল ও পূর্ণিমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বাধা দেয়ায় নিরঞ্জন মাখাল, তার স্ত্রী অহল্যা, সহদেব মাখাল ও বলরাম মাখালকে পিটিয়ে জখম করা হয়।
এ ঘটনায় স্থানীয়রা ওই রাতেই সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক অবরোধ করে ঝাঁটা মিছিল করলে পুলিশ মুজিবর ও তার ছেলে শুভকে আটক করে নিয়ে যায়। এরপর ওই রাতেই তাদের আবার ছেড়ে দেয়া হয়।
পরদিন নিরঞ্জন মাখাল বাদী হয়ে যুবলীগ নেতা আব্দুল মান্নানসহ পাঁচজনের নামসহ অজ্ঞাতনামা অরও ১৬ জনকে আসামি করে থানায় একটি এজাহার জমা দিলে পুলিশ গত ১ আগস্ট মামলাটি রেকর্ড করেন, জানান তারা।
বক্তারা আরও বলেন, এ ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে, আসামিরা মামলা তুলে নেয়ার জন্য বাদী ও সাক্ষীদের নানা ভাবে হুমকি দিচ্ছে জানিয়ে বক্তারা এ সময় এ মামলার অন্যতম আসামি জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানসহ ৫ আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।