আরও পড়ুন: মৌলভীবাজারে আ’লীগের সম্মেলনে ছাত্রলীগের সংঘর্ষ
প্রত্যক্ষদর্শী শহীদুল ইসলাম জানান, দুপুর পৌনে ১২টার দিকে নবীনগর থেকে আমির হোসেন নামে এক ব্যক্তি বাসযোগে সাভার আসছিলেন। পথে বাসের ভেতরে দুই হিজড়া তার কাছে সাহায্য হিসেবে ১০ টাকা দাবি করেন। এ সময় তিনি ৫ টাকা দিলে হিজড়ারা টাকা না নিয়ে তাকে বাজে ভাষায় গালাগাল করে। কথা কাটাকাটির এক পর্যায়ে বাস সাভার বাসস্ট্যান্ডে পৌঁছলে হিজড়ারা তার সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তারা মোবাইল ফোনে তাদের সম্প্রদায়ের লোকজনকে জড়ো করেন। এ সময় ১০-১২ জন হিজড়া একত্রিত হয়ে তাদেরকে মারধর করার অভিযোগে ফুটপাতের এক হকারের দোকানে হামলা চালিয়ে দোকানের ছাড়নি (বড় ছাতা) উপড়ে ফেলে। এতে কয়েকজন হকার বাধা দিলে হিজড়ারা তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে হকাররা হিজড়াদের এলোপাথারি মারধর শুরু করলে সুমি নামে এক হিজড়া গুরুতর আহত হন। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিন অনুষ্ঠানে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৪৬
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, পুলিশ তড়িৎ ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কেউ অভিযোগ নিয়ে থানায় আসেননি।
আরও পড়ুন: স্লোগান নিয়ে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে পুলিশসহ আহত ১৩