চলমান মহামারি করোনার কারণে দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব পড়ছে বিশেষ করে প্রান্তিক কৃষক ও খামারিদের।
দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত পণ্য বিক্রি করতে না পেরে নিরুপায় হয়ে সবজি, ফসল ও দুগ্ধ মাটিতে ঢেলে বা ফেলে দেয়ার ঘটনাও ঘটেছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়ার দুগ্ধ খামারিরা উৎপাদন খরচের অর্ধেক মূল্য না পেয়ে দুগ্ধ ফেলে দিয়েছেন। এমন ঘটনা জানতে পেরে র্যাব-১২ পোতাজিয়ার দুগ্ধ খামারিদের পাশে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার সকালে র্যাব-১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলামের নির্দেশক্রমে র্যাব-১২ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট এম এম এইচ ইমরানের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল খামারিদের ৩,৫০০ লিটার দুগ্ধ ক্রয় করে নেয়।
দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে তারা দুগ্ধ ক্রয় করেছেন, ভবিষ্যতেও করবেন। সেইসাথে সমাজের বিত্তবান ও অন্যান্যদের দুগ্ধ খামারি ও বিভিন্ন প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে র্যাব।