গ্রেপ্তার স্বপন টাঙ্গাইল সদরের বেপারী পাড়ার জয়নাল বেপারীর ছেলে।
আরও পড়ুন: গাইবান্ধায় পুলিশের গাড়িতে আগুন-হামলা: দুই মামলা দায়ের, গ্রেপ্তার ৫
এর আগে শনিবার হত্যার ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেন বুদ্দিনসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, নিহতের ছেলে ইকরামুল হাসান হৃদয় বাদী হয়ে রবিবার রাতে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী শাহাদৎ হোসেন বুদ্দিন, তার তিন ভাই ও দুই ছেলেসহ ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’: ওষুধ কোম্পানির প্রতিনিধি গ্রেপ্তার
মামলায় বাদী উল্লেখ করেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে তরিকুল ইসলাম শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটের ফলাফলের জন্য যান। ভোট গণনা শেষে ফলাফলে তাকে বিজয়ী ঘোষণার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদৎ হোসেনসহ অন্য আসামিরা তাকে ঘিরে ধরেন এবং ছুরিকাঘাত করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ইজিবাইক ‘ছিনতাই চক্রের’ ৯ সদস্য গ্রেপ্তার
ওসি জানান, পুলিশি অভিযানে ২৭ নম্বর আসামি স্বপনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মামলার অধিকাংশ আসামির বাড়ি সাহেদনগর (বেপারী পাড়া) হওয়ায় ঘটনার পর দিন থেকেই মহল্লাটি পুরুষ শূন্য হয়ে পড়েছে।