সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ীতে ত্রাণের দাবিতে রবিবার মহাসড়ক অবরোধ করেছে তাঁতশ্রমিক ও কর্মহীন নিম্ন আয়ের মানুষ।
করোনাভাইরাস মোকবিলায় ঘোষিত শাটডাউনে কর্মহীন হয়ে পড়া ওই এলাকার বিপুল সংখ্যক তাঁত শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ ওই মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার দাশ ঘটনাস্থলে গিয়ে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ বলেন, ওই উপজেলার জন্য এ পর্যন্ত ২০২ মেট্রিক ট্রন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এ চাল ইতোমধ্যেই কর্মহীন মানুষের মধ্যে বিতরণ শেষ হয়েছে।
রবিবার বিকালে আরও ৩০ মেট্রিক ট্রন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।