সোমবার সকালে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রহমতুল্লাহ জানান, আক্রান্ত ওই বৃদ্ধ ১০ দিন আগে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে আসার পর করোনার উপসর্গ থাকায় প্রতিবেশীদের চাপে তাকে বাড়ি থেকে একপ্রকার জোর করেই তাড়িয়ে দেয়া হয়। এরপর তিনি গ্রামেই এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়ার পর অসুস্থতার কারণে প্রথমে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। খবর পেয়ে মেডিকেল টিম গোপরেখী গ্রামের ওই বাড়িতে তাকে কোয়ারেন্টাইনে রেখে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রবিবার রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। রাতেই ঘটনাস্থলে গিয়ে দৌলতপুর ইউনিয়নের দুটি ওয়ার্ডের ৫টি গ্রাম লকডাউন করা হয়েছে বলে জানান তিনি।
লকডাউন ঘোষণা করা অন্য গ্রামগুলো হলো- মাধবপুর, ভাঙ্গাবাড়ি, গোপলপুর ও চরকাদহ।