বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসেরচাপায় ভ্যানের যাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে মহাসড়কটির ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (২৮) বেলকুচি উপজেলার বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর ও অপর দু’জন ব্যাটারিচালিত একটি ভ্যানে চড়ে যাচ্ছিলেন।
আরও পড়ুন: বগুড়ায় বাসচাপায় শিশুসহ ৫ জন নিহত
বৃহস্পতিবার রাত ৯টার দিকে মহাসড়কের উল্লেখিত স্থানে একতা পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের চাপা দিলে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যায়।
তবে ভ্যানের অন্য যাত্রীরা অক্ষত রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বাসটি জব্দ করে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: নড়াইলে বাসচাপায় নারীর মৃত্যু