সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন। মৃত্যুদণ্ডাদেশ ছাড়াও তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মুক্তি খাতুন (২২) ও তার প্রেমিক সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে মনিরুল হকের সঙ্গে মুক্তি খাতুনের বিয়ে হলেও মুক্তি বিয়ের আগের প্রেমের সম্পর্ক চালিয়ে যায়। একসময় প্রেমিক তুষারের সঙ্গে মিলে স্বামী মনিরুলকে হত্যার পরিকল্পনা করে মুক্তি। পরিকল্পনা অনুযায়ী মুক্তি তার স্বামী মনিরুলকে নিয়ে ২০১৯ সালের ৩ জুন দাদার বাড়ি শক্তিপুরে নিয়ে যায়। সেখানে রাতে মনিরুলকে ঘুমের ওষুধ খাইয়ে গলাটিপে হত্যা করে তারা।
এ ঘটনায় মামলা করেন পরিবারের সদস্যরা। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান (পিপি) ও আসামি পক্ষের অ্যাডভোকেট গোলাম হায়দার মামলা পরিচালনা করেন।