সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৬ কেজি গাঁজা জব্দসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, নগদ ৬০০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: পত্নীতলায় ৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২
শুক্রবার (১৭ মে) ভোর পৌণে ৬ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ২ জন হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রাজাকাচর গ্রামের নুরু মিয়ার ছেলে মো. আল আমিন ও একই জেলার বাঙ্গরা বাজার উপজেলার রাজা চাবিতলা গ্রামের মো. ইসমত।
র্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলা চর হামকুড়িয়া এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২১৬ কেজি গাঁজা জব্দসহ ২ যুবককে গ্রেপ্তার করা হয়।