জেলার সলংগা বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিন ফার্মেসির মালিককে ৫৭ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এক বিজ্ঞপ্তিতে র্যাব -১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে ড্রাগ সুপার শেখ আহসান উল্লাহর নেতৃত্বে র্যাব সদস্যরা ওই বাজারে তিনটি ফার্মেসির দোকানে অভিযান চালায়। অভিযানে রেজিস্ট্রারবিহীন ২ হাজার ৬১৪ পিস, সেম্পল ৫৫৫ পিস এবং মেয়াদোত্তীর্ণ ৪৪৪ পিস, টাপেন্ডাডোল ১৭৮ পিস এবং ইমিটেড ওষুধ ৩৩ পিস জব্দ করা হয়।
পরে ফার্মেসি মালিক ময়নুল হক, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাসকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সুবীর কুমার দাসের ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে তাদের বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।