সিলেটে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ জুন) রাত ১১টা ৫৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর এলাকায় থানার মূল ফটক-সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে পরিচালিত এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (নিরস্ত্র) অমিত সাহা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত ডেপুটি কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান চলাকালে গ্রিনলাইন পরিবহনের একটি বাস তল্লাশি করে দুই যাত্রীর কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সেই সঙ্গে ওই দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা বিল্লাল (২৮) এবং সিলেট নগরীর উত্তর কাজীটুলা এলাকার রতন মিয়া (৪৮)। রতনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার হাড়িদিয়া গ্রামে।
পুলিশ জানিয়েছে, বিল্লাল ও রতনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তারের দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার