সিলেটে করোনাভাইরাসে ২৪ ঘন্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত ৪ লাখ ৮৭ হাজার ১১৬
তারা জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সিলেটে দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫৫ জনে।
মৃতদের মধ্যে ওসমানী হাসপাতালে ১২৩ জনসহ সিলেটের এক হাজার ৫৯ জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জের ৭৫ জন, মৌলভীবাজারের ৭২ জন এবং হবিগঞ্জের ৪৯ জন মারা গেছেন।
সবমিলিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা এখন ৬৭ হাজার ৮৫৯ জন। এদের মধ্যে ৬৬ হাজার ৩১৫ জন সুস্থ হয়েছেন।
আরও পড়ুন: করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৩৫০