এ সময়ে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।
রবিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: কোভিডের বছরেও দেশের প্রবৃদ্ধি বিশ্বসেরাদের অন্যতম: তথ্যমন্ত্রী
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক আটজন। এইদিন বিভাগের সুনামগঞ্জ জেলায় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও হবিগঞ্জ জেলায় তিনজন ও মৌলভীবাজার জেলায় দুজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া একইদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: সিলেট করোনা হাসপাতালে তিন রোগীর মৃত্যু
একইদিনে সিলেট বিভাগে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের ২১ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকি পাঁচজন হবিগঞ্জ জেলায় সুস্থ হয়ে উঠেছেন।
রবিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হওয়া মোট রোগীর সংখ্যা ১৫ হাজার ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ১৭৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫১৫ জন, হবিগঞ্জে এক হাজার ৯৬২ জন ও মৌলভীবাজারে এক হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: লন্ডন থেকে সিলেটে পৌঁছেই বাড়ি চলে গেলেন ২০৫ যাত্রী
সিলেটের চার জেলায় ৩৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৫ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে এবং সুনামগঞ্জে তিনজন ও একজন হবিগঞ্জে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৫৮৪ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬৫ জন।
আরও পড়ুন: দেশে কোভিডের নতুন ধরন: বিশেষজ্ঞরা বলছেন চিন্তার কিছু নেই
বেসরকারি হাসপাতালে কোভিড টিকা দেয়ার উদ্যোগ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী