মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৯ জনের।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এক হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক ৫৯ শতাংশ।
আরও পড়ুন: করোনার জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে নতুন বিতর্কে সাকিব
তার মধ্যে সিলেট জেলায় ৪০ জন, সুনামগঞ্জে পাঁচ জন, হবিগঞ্জে পাঁচজন ও মৌলভীবাজারে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১ জন করোনা রোগী। আর করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ জন। একই সময়ে আইসোলেশনে আছেন ২৮ জন।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ হাজার ৪০০ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৫২ হাজার ১০২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করছেন এক হাজার ২২৪ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনা সংক্রমণ ১৯ শতাংশ কমেছে, মৃত্যু স্থিতিশীল: ডব্লিউএইচও