সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ২৩ শতাংশে নেমে এসেছে। একই সময়ে বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় করোনা উপসর্গে ৪ মৃত্যু
তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের নিয়ে বিভাগে করোনার আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ২৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৮৭৬ জন।
এ বিভাগে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৬ জন।