সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৪০ জনের।
রবিবার সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
মৃত ১০ জনের মধ্যে সিলেটের ছয় জন, সুনামগঞ্জের এক ও মৌলভীবাজারের তিন জন রয়েছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৭ জনে। এর মধ্যে কেবল সিলেট জেলাতেই মারা গেছেন ৪৯১ জন। এছাড়া সুনামগঞ্জে ৪৪, হবিগঞ্জে ২৮,মৌলভীবাজারে ৫৩ ও ওসমানী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে করোনায় ৬ মৃত্যু
গত ২৪ ঘন্টায় শনাক্ত হওয়া ৪৪০ জনের মধ্যে সিলেটের সর্বোচ্চ ২৪৩ জন। এছাড়া, ওসমানী হাসপাতালে ২৩ জন, সুনামগঞ্জে ৭৮, হবিগঞ্জে ৬৩ ও মৌলভীবাজারে ৩৩ জন রয়েছেন। এনিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৬৪৬ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় এই বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। রবিবার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৫ জন।
আরও পড়ুন: করোনা ও উপসর্গে বরিশালে ১৫ মৃত্যু
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১,২২৩ জনের নমুনা পরীক্ষায় ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৯৮ শতাংশ। একই সময় সুস্থ হয়েছেন ৪৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা ২৮ হাজার ৪১৯ জন।