তারা হলেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক ও একই প্রতিষ্ঠানের এক জরুরি স্বাস্থ্য কর্মকর্তা।
ডা. দিলীপের করোনা পজেটিভ হলেও জরুরি স্বাস্থ্য কর্মকর্তা করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন বলে সেখানকার আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র শনিবার জানিয়েছেন।
ডা. দিলীপ অবসরে যাওয়ার পর একটি বেসরকারি হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বে রয়েছেন। গত ৪ মে তার করোনা শনাক্ত হয়। প্রথমে তাকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছিল। ১০ মে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেয়া হয়।
অন্যদিকে, ওসমানীর জরুরি স্বাস্থ্য কর্মকর্তা গত কয়েক দিন ধরে করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন। তার বাসা নগরীর উপশহরে। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
সুশান্ত কুমার জানান, এ স্বাস্থ্য কর্মকর্তার শুক্রবার করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে। আজ শনিবার আরেকবার তার পরীক্ষা করা হবে।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে দেশে চিকিৎসকদের মধ্যে প্রথম মারা যাওয়া মঈন উদ্দিন ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ। গত ৫ এপ্রিল করোনা শনাক্ত হওয়ার পর ১৫ এপ্রিল তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান।