সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১২ জুলাই) ভোরের দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফাহমিদা আক্তার একই উপজেলার বৈরাগীবাজারের কইরবন্দ এলাকার দবির উদ্দিনের ছেলে আবিদুর রহমানকে বিয়ে করে।
নিহতের বাবা ও ভাই অভিযোগ করেন, ‘স্বামীর বাড়ির লোকজন দীর্ঘদিন থেকে ফাহমিদাকে মানসিক নির্যাতন করে আসছিল। রাতেও ফোন দিয়ে ঝগড়ার কথা জানিয়েছিল সে। ফাহমিদা আত্মহত্যা করতে পারে না। এটি আত্মহত্যা নয়।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ফাহমিদার শ্বশুর দবির মিয়া বলেন, ভোরে ছেলেকে ঘর থেকে বের করে ফাহমিদা দরজা বন্ধ করে দেয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় সে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আছে।
এদিকে এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করে থানায় মামলা করেন নিহতের বাবা জমির উদ্দিন। এতে ফাহমিদার স্বামী আবিদুর রহমান, শ্বশুর দবির উদ্দিন এবং শাশুড়ি লিপি বেগমকে আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী আবিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।