সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সাতজন চিকিৎসকও রয়েছেন।
এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার দুজন রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় মোট ২ হাজার ৬৩২ জনের করোনা শনাক্ত হলো।
সব মিলিয়ে বুধবার রাত পর্যন্ত সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৮ জন। এর মধ্যে সুনামগঞ্জে ১ হাজার ১৫ জন, হবিগঞ্জে ৭২২ জন ও মৌলভীবাজারে ৫৩৯ জন রয়েছেন।
সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪১২ জন, সুনামগঞ্জে ৪৫৯ জন, হবিগঞ্জে ২১৮ জন এবং মৌলভীবাজারে ২১৫ জন আছেন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী মারা গেছেন ৭৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬১ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারে ৪ জন রয়েছেন।