সিলেট নগরীতে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত ভারতীয় এয়ার পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গতকাল (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জালালাবাদ থানা এলাকার লন্ডনী রোড থেকে হাজীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে নূর মঞ্জিল নামের একটি বসতবাড়ির সীমানাপ্রাচীরের বাইরে বৈদ্যুতিক ট্রান্সমিটার-সংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রটি ভারতীয় ‘গ্লোবাস’ ব্র্যান্ডের কালো-ছাই রঙের পুরাতন একটি এয়ার পিস্তল। পিস্তলটি একটি সাদা রঙের পলিথিন ও কমলা রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল। তবে এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
উপকমিশনার সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ লন্ডনী রোডের হাজীপাড়াগামী সড়কের একটি ঝোপ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।