সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে তামাবিল মহাসড়কের শ্রীখেল ভাবনা জামে মসজিদ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদ হোসেন ফাহিম (১৯) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ডেমা গ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের পুত্র।
তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ফাহিম মোটরসাইকেল যোগে দরবস্ত বাজার জামে মসজিদ থেকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তামাবিল মহাসড়কের শ্রীখেল ভাবনা জামে মসজিদ-সংলগ্ন স্থানে পৌঁছালে সিলেটমুখী দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে যান।
আরও পড়ুন: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
এ ঘটনায় তার মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে ট্রাকটিকে ধরা যায়নি।
তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ ইতোমধ্যে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়া করছে।