সিলেটে ট্রেনের ধাক্কায় আব্দুস শহিদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইলাশপুরে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ সিলেটের জকিগঞ্জ উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের চন্দ্রশ্রী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সিলেট ফিরছিলেন আব্দুস শহিদ। দেড়টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় সিলেটগামী পারাবত তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া রেল ক্রসিং পয়েন্টে কোনো গেটম্যান ছিলেন না। গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে দুর্ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম পাটুয়ারী জানান, রবিবার বেলা দেড়টার দিকে সিলেটমূখী পারাবত ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত