সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক বিরোধে জেরে ভাসুরের ছুরিকাঘাতে খুন হয়েছেন গৃহবধূ।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভাসুর শফিক মিয়া পরিবারের সদস্যদের নিয়ে পলাতক রয়েছেন।
নিহত স্বপ্নারা বেগম (৪২) শফিকের ছোট ভাই আরব আমিরাত প্রবাসী মলিক মিয়ার স্ত্রী। তার বাবারবাড়ি পার্শ্ববর্তী চারখাই ইউনিয়নের ডেলাখানি গ্রামে।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান বাবা আরব আলী।
আরও পড়ুন: চাঁদপুরে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শফিক মিয়া ঘর নির্মাণের জন্য ছোট ভাই মলিক মিয়ার ঘরে একটি লিন্টল ভেঙে ফেললে গৃহবধূ স্বপ্নারা বেগমের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে শফিক ছুরি দিয়ে আঘাত করলে স্বপ্নারা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুল আমিন জানান, পারিবারিক বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে বাকবিতণ্ডার একপর্যায়ে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ মারা যান।
পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন