সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিজ বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) বিকাল ৪টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো— মাবধপুর গ্রামের মৃত রোশন আলীর ছেলে সামাদ (৮) ও হাবিবুর রহমানের ছেলে আল আমিন (৭)।
স্থানীয়রা জানান, শনিবার বিকালের দিকে সামাদ ও আল আমিন বিকালে নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে এক পর্যায় ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।
আরও পড়ুন: ফেনীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পরে স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী। তিনি বলেন, ‘এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’