সিলেটের দক্ষিণ সুরমায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে ছেলেসহ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঝর্ণা বেগম (৩৫) ও তার ছেলে সিয়াম আহমদ (১০)। নিহত ঝর্ণা উপজেলার আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) আলিফ আহমদ।
তিনি বলেন, ‘বুধবার দুপুরে একটি প্রাইভেটকারে চড়ে শ্রীরামপুর যাচ্ছিলেন জুনেদ, তার স্ত্রী ও তিন সন্তান। পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্ণা বেগম। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা তার স্বামী ও তিন সন্তান আহত হন।’
আরও পড়ুন: ঈদযাত্রার ১২ দিনে সড়ক দুর্ঘটনায় ৩১২ মৃত্যু
আলিফ আহমদ জানান, স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে মোগলাবাজার থানা পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সিয়াম মারা যায়।
নিহত ঝর্ণা বেগম ও সিয়ামের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।