সিলেটে হাফিজ সাদিকুর রহমান সাদিক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও রায়ে দণ্ডপ্রাপ্ত চারজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডেরও নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারপতি আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পিপি নওশাদ আহমদ চৌধুরী।
এডিশনাল পিপি অ্যাডভোকেট জোবায়ের বখত জুবের রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সৈয়দা রাখা বেগম, আলী হোসেন ও রেজওয়ান ওরফে রেদওয়ান।
আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন- খালিকুজ্জামান লায়েক। আসামিদের মধ্যে সৈয়দা রাখা বেগম ও খালিকুজ্জামান লায়েক বর্তমানে পলাতক রয়েছেন।
আরও পড়ুন: কিশোরী পাচার মামলায় খুলনায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড
মামলার বিবরণের বরাত দিয়ে তিনি জানান, ২০১৫ সালের অক্টোবরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সিলেট সদর উপজেলার নোয়াগাঁও এলাকার সাদিকুর রহমান সাদিক ও সৈয়দা রাখা বেগম নগরীর কালীবাড়িস্থ পীর মঞ্জিলে বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিলেন। সে সময় দুই পরিবারের অমতে তাদের অবস্থান থাকায় দেখা দেয় পারিবারিক কলহ। এক পর্যায়ে সাদিকের পরিবার থেকে তাদের সম্পর্ক মেনে নিতে অসম্মতি জানালে সৈয়দা রাখা বেগম তার সহযোগী সাজাপ্রাপ্ত অন্য আসামিদের নিয়ে এই হত্যাকাণ্ড ঘটান।
মামলার বাদি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট কবির আহমদ বাবর।
মামলার বাদীপক্ষের কাওছার আলী তিনজন আসামির মৃত্যুদণ্ডাদেশ ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও চার আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের নির্দেশ দেয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড