সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৯৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ২ হাজার ৫৬৬ জনের নমুনা পরীক্ষায় করা হয়। শনাক্তের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে নয় জনের।
আরও পড়ুন: করোনা: বরিশাল বিভাগে ১৮ মৃত্যু
রবিবার সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া নয় জনের মধ্যে তিন জন ওসমানী হাসপাতালে, সিলেট জেলার চার ও সুনামগঞ্জের দুই জন রয়েছেন। এনিয়ে বিভাগে ৭০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৫৪৪, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ৬০ এবং ওসমানী হাসপাতালে ১৭ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এই নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪০৫ জন।
আরও পড়ুন: রামেক হাসপাতালে ১৮ জনের মৃত্যু
এ বিভাগে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৫২ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ৩০৫ জনকে নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩০ হাজার ৮৪৩ জন।