শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, যাদের একটু বেশি সমস্যা রয়েছে তাদের এখানে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে আইসিইউ প্রয়োজন হতে পারে এমন রোগীদের প্রাধান্য দেয়া হয় বেশি।
এ ছাড়া হাসপাতালে করোনা সন্দেহে আরও আটজন রোগী রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, গত বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় দুইজনের শরীরে কোভিড -১৯ ধরা পড়ে। আক্রান্ত দুজনই পুরুষ। বৃহস্পতিবার সকালে তাদের শরীরে করোনা শনাক্তের খবর জানায় কর্তৃপক্ষ। এদের মধ্যে একজনের বাড়ি গোয়ানঘাট উপজেলা ও অপরজনের বাড়ি জৈন্তাপুর উপজেলায়। বিকালে তাদের শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে সুনামগঞ্জে করোনায় আক্রান্ত ২ নারীর মধ্যে একজনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার তাকে ভর্তি করা হয়। আক্রান্ত অপর নারী সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।