করোনা পরিস্থিতিতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির তত্ত্বাবধানে সিলেট সিটি করপোরেশন এই খাদ্য সহায়তা প্রদান করে।
শনিবার রাতে সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই কার্যক্রম। সিটি করপোরেশনের নিজস্ব তহবিল এবং দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া অনুদানে অসহায় নাগরিকদের এই সহায়তা দেয়া হয়। ২৭টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সিটি করপোরেশনের এই উদ্যোগে যারা নানাভাবে সহায়তা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র আরিফুল হক চৌধুরী। পরিস্থিতি বিবেচনায় সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি।
নগরীতে অবস্থানকারী সকল নাগরিকদের স্বাস্থ্য বিধি মেনে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরা না করতে অনুরোধ জানান তিনি। দুর্যোগকালীন এই পরিস্থিতিতে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহবান জানান সিসিক মেয়র।
সিসিক সূত্র জানায়, করোনাভাইরাস ইস্যুতে ঘরবন্দী কর্মহীন মানুষের সহায়তার জন্য ফান্ড গঠন করে সাহায্যের আহ্বান জানান মেয়র আরিফুল হক চৌধুরী। তার আহ্বানে সাড়া দিয়ে বিপুল পরিমাণ সহযোগিতা করেন নগরের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা। সরকার থেকেও ১০০ টন চাল বরাদ্দ দেয়া হয় সিসিককে।
সিসিকের তথ্য অনুযায়ী, ত্রাণ জমা হয়েছে ৩৭৬.৬৫ টন চাল, ১৭১.৫৪ টন আলু, ৭৯.৫০ টন পেঁয়াজ, ৭৫.৪৭ টন ডাল, ৭১.৫৭ টন তেল, ৪৯.৫ টন লবণ। এছাড়াও জেলা প্রশাসনের মাধ্যমে ১০০ টন চাল বরাদ্দ আসে।
মেয়র আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই ত্রাণ থেকে প্রতি পরিবার ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে তেল, ডাল, লবণ, সাবান ও মাস্ক দেয়া হচ্ছে। ২৭টি ওয়ার্ডে ৬৮ হাজার পরিবারকে ত্রাণ দেয়ার কথা থাকলেও শনিবার পর্যন্ত ২৭ ওয়ার্ডের ৬৯ হাজার ৬০০ পরিবারকে ত্রাণসামগ্রী দেয়া হয়।