চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার লরির নিচে চাপা পড়ে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেলেও ভাগ্যক্রমে প্রাইভেটকারের পাঁচ যাত্রী বেঁচে গেছেন।
শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকামুখী একটি লরি হঠাৎ করে একটি প্রাইভেটকারের উপর উল্টে পড়ে। এসময় কারের চালকসহ পাঁচ যাত্রী লরির নিচে চাপা পড়েন। তারা উদ্ধারের জন্য কাকুতি-মিনতি করতে থাকেন।
খবর পেয়ে পুলিশ, কুমিরা ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে আসামি বহনকারী বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ পুলিশ আহত
কুমিরা ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেকার ও ক্রেনের সহায়তায় কন্টেইনার লরিটিকে সরাতে সক্ষম হই। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় চাপা পড়া লরিটিকে সরিয়ে প্রাইভেটকারে থাকা পাঁচ যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক সামান্য আহত হলেও বাকিরা অক্ষত ছিলেন। পাঁচ যাত্রীর মধ্যে একটি শিশুও ছিল। চার যাত্রীর বাড়ি ফটিকছড়িতে।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল জানান, চট্টগ্রাম বিমান বন্দর থেকে দুই শিশুসহ চারজন যাত্রী নিয়ে প্রাইভেটকারটি ফৌজদারহাট বন্দর সড়ক দিয়ে ইউটার্ন করে শহরের দিকে যাওয়ার পথে কারটি আবার ক্যাডেট কলেজের সামনে ইউটার্ন করে উত্তরমুখী যাওয়ার সময় কন্টেইনার লরটি কারের উপর পড়ে। তবে কারের পাঁচ যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় নিহত ১