চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মীরসরাই উপজেলা জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শাহীন (১৭) উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ মার্চ প্রতিদিনের মত শিশুটির মা-বাবা কাজের উদ্দ্যেশ্য বাড়ি থেকে বের হয়। ঘরে কেউ না থাকার সুযোগে শাহীন শিশু কন্যাটিকে ম্যাজিক লাইট দেখাবে বলে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে শাহীন পালিয়ে যায়।
আরও পড়ুন: ধর্ষণের মামলায় জেল হাজতে এসআই
পরবর্তীতে ভুক্তভোগী শিশুকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে সে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ