চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ ঘর থেকে ফাতেমা বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকা থেকে ফাতেমার লাশ উদ্ধার করা হয়।
তিনি ওই এলাকার রবিউল হোসেনের স্ত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, সকালে গৃহবধূ ফাতেমাকে ঘরে রেখে কাজে চলে যান তার স্বামী রবিউল। দুপুরে বাড়িতে ফিরে আসার পর ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। এই সময় একাধিকবার স্ত্রী ফাতেমাকে ডাকার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের ডেকে আনেন।
পরে তাদের পরামর্শে পুলিশকে বিষয়টি জানানোর পর পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ফিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ দেখতে পান।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) খুরশিদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে এই নারী নিজেই গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পুকুরে ডুবে যমজ বোনের মৃত্যু