চট্টগ্রামের সীতাকুণ্ড ট্রাজেডিতে নিহত ইব্রাহীম হোসেনের লাশ যশোরের গ্রামের বাড়িতে পৌঁছেছে। এরপর অনুষ্ঠানিকতা শেষে তাকে দাফন করা হয়।
নিহত ইব্রাহীম(২৮) বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আবুল কাশেম মুন্সীর ছেলে ও আরএফএল কোম্পানিতে শিপিং সহকারী পদে কর্মরত ছিলেন।
সোমবার সকাল ৭টায় তাকে বহনকারী ফ্রিজিং অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়। এ সসময় আগুনে ঝলসে যাওয়া ইব্রাহীমের মুখ দেখে স্বজন এবং প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। জীবন সঙ্গীকে হারিয়ে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুন্নি খাতুন বাকরুদ্ধ।
আরও পড়ুন: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
জানা গেছে, গত ৪ জুন রাতে অনেকের মতো ইব্রাহীম বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুনের ভিডিও ফেসবুকে লাইভ করছিলেন। কিছু সময় পর হঠাৎ কনটেইনারগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন থেকে ইব্রাহীমের মুঠোফোন বন্ধ হয়ে যায়। এরপর ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার লাশের সন্ধান মেলে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ: ফেনীর ৩ বাড়িতে শোকের মাতম
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম. আবুজার গিফারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা নরসিংহপুরে যান। সকাল ৯টায় নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাদা-দাদির পাশে তাকে দাফন করা হয়।