লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মান্দারি ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের হত্যার এই ঘটনা ঘটে।
নিহত মো. দুলাল (৫০) একই গ্রামের মৃত আজিজ উল্যার ছেলে ও পাঁচ সন্তানের জনক। তিনি পেশায় অটোরিকশা চালক।
আরও পড়ুন:শাহরাস্তিতে নারীকে কুপিয়ে হত্যা
আটক মেহেদী হাসান (১৮) মোহাম্মদনগর গ্রামের হাফিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মাসুদ মেম্বারের সুপারি বাগান থেকে সুপারি চুরি করে নাজিম ও আসিফ নামের দুজন। এসময় চুরির দৃশ্য মোবাইলে ধারণ করে অটোরিকশা চালক দুলালের ছোট ছেলে মুরাদ। পরে চুরির ভিডিও সুপারির বাগান মালিককে দেখিয়ে দিবে বললে নাজিম ও আসিফ তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। তাই মুরাদকে প্রাণে হত্যা করতে নাজিম তার বন্ধু মেহেদী হাসানকে ভাড়া করে। এ নিয়ে মেহেদী হাসান দিনভর চালক দুলাল ও ছেলে মুরাদকে প্রাণে হত্যার হুমকি দেয়।
আরও পড়ুন: বগুড়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা
পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে দোকানের সামনে চালক দুলাল ও মেহেদী হাসানের বাবা হাফিজের বাকবিতণ্ডা শুরু হয়। এসময় বাহির থেকে এসেই, কোন কিছু বুঝে উঠার আগেই সবার সামনে ছুরি দিয়ে পেটে আঘাত করে মেহেদী হাসান। এতে মাটিতে লুটে পড়ে দুলাল। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএ ফজলুর হক জানান, এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।