কুড়িগ্রামের রৌমারীতে স্কুলছাত্রীকে হত্যার দায়ে আনোয়ারুল ইসলাম নামে এক যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন।
মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
মামলার বিবরণ থেকে জান যায়, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এবং প্রতিবাদ করায় ২০১৫ সালর ১৪ জুন রৌমারী উপজলা শৌলমারী এম আর উচ বিদ্যালয়ের ছাত্রী আরজিনা খাতুনকে বোয়ালমারীর গ্রামের বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আরজিনা খাতুনের মা সাজেদ খাতুন বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর সোমবার এ মামলার রায় দেয়া হলো।