স্কুলের মাঠে খেলা বন্ধ করে মেলা আয়োজনের প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে আইনজীবী মন্ঞ্জুর উদ্দিন শাহীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপিটি জেলা প্রশাসক জিলুফা সুলতানার হাতে তুলে দেন।
স্মারকলিপিতে বলা হয়, খেলার মাঠে কোনো ধরনের মেলার আয়োজন না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। কিন্তু এ নির্দেশনা উপেক্ষা করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে (নিউফিল্ড) মাসব্যাপী কৃষি-শিল্প-বাণিজ্য মেলার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স। এ বিষয়ে জেলা প্রশাসনের ও বিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি।
আরও পড়ুন: রমজান মাসে কম লাভে পণ্য বিক্রয়ের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
এদিকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সেখানে মেলার আয়োজকরা ট্রাকভর্তি সাজসরঞ্জাম নিয়ে আসছে। ফলে শিক্ষার্থীদের খেলাধুলার স্বাভাবিক পরিবেশ বিঘ্ন হচ্ছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরপরই শুরু হবে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্ট।
এ অবস্থায় বাণিজ্য মেলার আয়োজন দেখে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। প্রতিদিন বিকালে স্কুলের শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকার শিশুদের একমাত্র খেলাধুলার জায়গা হচ্ছে এই মাঠ। সেখানে বাণিজ্য মেলার অনুমতি দেওয়া হলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হবে।
এতে আরও বলা হয়, বিগত কয়েকটি মেলা হওয়ার পর মাঠে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। ইট, সুরকি, আবর্জনা পড়ে রয়েছে। ফলে মাঠটি দিন দিন খেলার অনুপযোগী হয়ে পড়ছে।
এতে অনুমতি না দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, প্রয়োজনে হবিগঞ্জের সাধারণ জনগনকে সঙ্গে নিয়ে মানববন্ধন, অনশনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বন্যপ্রাণী পাচার রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ভারত: পরিবেশমন্ত্রী