ঢাকায় চিকিৎসাধীন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের করোনা আক্রান্ত স্বামীর মৃত্যু ছয় ঘণ্টার পর স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতরা হলেন- পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সেনা বাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো. আবুল কাসেম (৮১) এবং তার স্ত্রী খাদিজা বেগম (৭১)।
আরও পড়ুন:ছেলেকে আটকে রাখলো পুলিশ, অক্সিজেনের অভাবে মারা গেলেন বাবা
সংশ্লিষ্টরা জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মো. আবুল কাসেমের মারা গেলে পরিবারের লোকজন তার লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যেই তার স্ত্রী খাদিজা বেগমেরও মৃত্যুর সংবাদ পান তাদের সন্তানেরা। তিনি দুপুর ১২টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
এদিকে, একই দিনে বাবা-মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে তাদের সন্তানেরা। স্বামীর মৃত্যুর ৬ঘন্টার পর স্ত্রীর মৃত্যু এমন সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: করোনা: এবার অক্সিজেন সংকটে কর্নাটকে মারা গেল ২৪ জন
শনিবার বাদ আছর আলীয়াবাদ দক্ষিণপাড়া কবরস্থান মাঠে আবুল কাসেমের জানাজা ও বাদ মাগরিব খাদিজা বেগমের জানাজা শেষে দুজনকে পাশাপাশি সমাহিত করা হয়।