হবিগঞ্জে ভিজিএফের ৯০০ কেজি চালসহ একজনকে আটক করেছে পুলিশ ও জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা। এসময় খাদ্য গুদামের সিল দেয়া ১৭টি খালি বস্তাও উদ্ধার করা হয়।
শুক্রবার সদর উপজেলার লোকড়া বাজারে একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শরীয়তপুর ইউপি মেম্বারের ছেলে ও পুত্রবধূর নামে ভিজিএফ চাল!
আটক হাছন আলী (৪৫) উপজেলার লোকড়া গ্রামের শিরিষ আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ লোকড়া বাজারে অভিযান চালায়। এসময় একটি গুদাম থেকে ১০টি এবং
আরও পড়ুন: জেলেদের জন্য ১৬ হাজার ৭২১ মেট্রিক টন ভিজিএফ বরাদ্দ
গোডাউনের মালিকের বাড়ি থেকে আটটি বড় প্লাস্টিকের বস্তায় ভিজিএফের প্রায় ৯০০ কেজি চাল উদ্ধার করা হয়। অভিযানকালে খাদ্য গুদামের সিল দেয়া ১৭টি খালি বস্তা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার এসআই আব্দুর রহিম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।