চাঁদপুরের হাজীগঞ্জে গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে হামলার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মাদরাসার প্রভাষক কামালউদ্দিন আব্বাসী।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ কামালউদ্দিনকে আদালতে এই জবানবন্দি দেন তিনি। আদালতে জবানবন্দি দেয়ার পর বৃহস্পতিবার রাতেই তাকে জেলহাজতে পাঠানো হয়।
কামালউদ্দিনের বাড়ি উপজেলার টামটা ইউনিয়নের আলীপুর গ্রামে।
আরও পড়ুন: কুমিল্লায় আনা হয়েছে কক্সবাজারে গ্রেপ্তার ইকবাল হোসেনকে
গোয়েন্দা সংস্থার কাছ থেকে জানা যায়, কামালউদ্দিন জামায়াতের রাজনীতির সাথে সক্রিয়।
ঘটনার সময় পূজামণ্ডপ ও মন্দিরের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এই আব্বাসীর নেতৃত্বেই হামলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে রাত ৮টার পর হাজীগঞ্জ বাজার মন্দিরে হামলা করে একদল বিক্ষুব্ধ দুর্বৃত্ত। ওই ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে হামলাকারীদের সাথে সংর্ঘষ হয়।এতে ঘটনাস্থলে তিনজনসহ মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আরও পড়ুন: মির্জা ফখরুলই ভালো জানেন কুমিল্লার ঘটনা কিভাবে ঘটেছে: তথ্যমন্ত্রী
হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি)হারুনুর রশিদ ইউএনবিকে জানান, এ ঘটনায় পরে পুলিশ বাদী হয়ে দুটি এবং ক্ষতিগ্রস্ত মণ্ডপের লোকজন আটটি মামলা করেন। এসব মামলার জ্ঞাত ও অজ্ঞাত প্রায় আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়।
তিনি আরও জানান, এদের মধ্যে আজ পর্যন্ত কামালউদ্দিন আব্বাসীসহ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হাজীগঞ্জের ঘটনার আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।
আরও পড়ুন: কুমিল্লাসহ সব বিচ্ছিন্ন ঘটনা উদ্দেশ্যমূলক: স্বরাষ্ট্রমন্ত্রী