হাতিয়া থানার মৌলভীর চর এলাকায় শুক্রবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আব্দুল্যাহ ইউনিয়নের চরগজারিয়া গ্রামের ইসমাইল মাঝির ছেলে মো. খোকন ওরফে খোকন ডাকাত (৪৩) ও তার অন্যতম প্রধান সহযোগী চরগাজী ইউনিয়নের বয়ারচর গ্রামের লিটন (২৮)।
আরও পড়ুন; সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৭ নোয়াখালীর হাতিয়া থানাধীন ১নং হরনী ইউপি চরগাছিয়া মৌলভীর চর এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা আসামি খোকন ডাকাত ও তার সহযোগী মো. লিটনকে গ্রেপ্তার করে। পরে আসামিদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও এলজি উদ্ধার হয়।
এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী একটি সাদা প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় একটি ৩০৩ রাইফেল, এসবিবিএল, থ্রি কোয়ার্টারগান, দুটি এলজি, একটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড গুলি এবং ল্যাপটপের ব্যাগে থাকা নগদ ১১ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১৩ জুয়াড়ি আটক
উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তার আসামিদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আসামি মো. খোকন ওরফে খোকন ডাকাতের বিরুদ্ধে নোয়াখালী জেলার হাতিয়া, লক্ষ্মীপুর জেলার রামগতি ও ভোলা জেলার ভোলা থানায় চারটি হত্যা মামলা, দুটি অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা, দুটি করে অস্ত্র আইনের ও ডাকাতির প্রস্তুতি মামলা, একটি হত্যার চেষ্টা মামলাসহ মোট ১৫ টি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে সাদা পোশাকে ছিনতাইয়ের সময় পুলিশের ৩ সদস্য আটক